আজ মনের চৈত্রাকাশে
হঠাৎই কালো মেঘ ঢেকে দিল
উজ্জ্বল সূর্যটাকে।
ফুট ফুটে ভাবনারা উড়ন্ত বাতাসে ঘূর্ণমান
বিষন্ন মন আচড়ে পড়ে অজানায়।
কেন এমন!
প্রশ্ন করি নিজেকেই। মেলে না প্রত্যাশিত উত্তর।
সময়ের স্রোতে নিজের অস্তিত্বের করি সন্ধান,
শেকড়ের গভীরে করি গমন।
জলস্রোত প্লাবিত করে মন
হারিয়ে যাওয়া উত্তরগুলো কাগজের
ভেলার মত ভাসমান।
জীবন তো এমনই হয়...
কখনো মেঘ, কখনো রোদ্দুর
কখনো খড়া, কখনো সমুদ্দুর।
নতুনের প্রত্যাশায় পশ্চিমাকাশে
ঠেলে দিই মেঘে ঢাকা সূর্য।