মেঘবালিকা বৃষ্টিরানী ভিজিয়ে দিল ধরা
চাতক চাতক মন পাখিদের মুছল তাদের খড়া।
রূপের রানী মেঘবালিকা কাজল কালো সাজ
তার সাথে তড়িৎ আলোয় নামছে পরে বাজ।
বৃষ্টি রানী মেঘবালিকা কারো মনে সুখ
কারো মনে উত্কণ্ঠা কারো মনে দুখ।
বৃষ্টি রানী কৃষক ভূমে বাড়ায় নিত্য পলি
তার পরশে অনুর্ব মাটি অযুত ফসল ফলি।
বৃষ্টি রানী অধিক এলে যায় ভেসে ঘর বাড়ি
মানুষ ভোগে অনাহারে হয় দেশে মহামারি।
তবুও রানী সবার প্রিয় সবাই তারে চায়
কেউ আবেশে কাব্য লিখে কেউ বা সুরে গায়
মেঘ বালিকা বৃষ্টি রানী ধরবে আমার হাতে?
তোমার মত ডানা মেলে উড়ব সাথে সাথে।