মেঘের উপর প্লেনে বসে উড়ছি যখন আকাশে
হরেক রকম চিন্তমনে কাব্য লেখার ভাব আসে।

মেঘমুক্ত শরৎ আকাশ বসে আছি এড়ােপ্লেনে
এলোমেলো স্বপ্নগুলো উড়ছে তখন মন কোণে।

সূর্যটাও সাথে ছিল দিয়ে মিষ্টি রোদ
মজার মজার ভাবনাগুলো জাগায় মনে বোধ।

সৃষ্টিকর্তা কতনা জ্ঞানী দিয়েছেন তার জ্ঞান ঢেলে
আমরা উড়ছি আকাশ পানে প্লেনে তার পাখা মেলে।

মেঘগুলি আজ থোকায় থোকায় দাঁড়িয়ে আছে ঠাঁই
তাদের সাথে হাওয়ায় মেশে আমরা যাচ্ছি তাই।

কখনো প্লেন উপরে উঠে কখনো বা নীচে
ভাসা ভাসা উড়ন্ত মেঘ উড়ছে পিছে পিছে।

কখনো মনে ভয় আসে যে এই বুঝি হব শেষ
তবুও মন খুব খুশিতে বসে আছে বেশ।।





সেদিন প্লেনে দিনের বেলা হওয়াতে এবং কবিতার পাতায় যুক্ত থাকায় কিছু অনুভূতি ধরে রাখেছিলাম তাই শেয়ার করলাম মাত্র।