মাগো তোমার কত্তো স্মৃতি
  পারিনি ভুলতে আজাে,
কথায় কাজে অন্ত মাঝে
    সব সময়ই বাজো

ধন্য আমি জন্মে ছিলাম
    তোমার ঐ কূলে,
বিধাতা আমায় কাঁদিয়ে মাগো
  নিয়েছিল তোমায় তুলে।

তোমার মত বাবাও গেল
   মাস ছয়েক পরে,
সুখ আমার সইল নাতো
  আছি বেঁচে অর্ধমরে।

তুমি ছিলে সদালাপী সরলা
  যায়না তোমায় ভোলা,
স্মৃতি খুঁড়ে জড়িয়ে ধরো
   জাগাও হৃদে দোলা।

তুমি ছিলে যেমনি রূপে
   তেমনি মনেও মহৎ,
আর্শীবাদে ভরে দিও মা
  আমি যেন হই বৃহৎ।




স্বর্গীয় মায়ের প্রতি হৃদয়ের শ্রদ্ধাঞ্জলী..এবং এই আসরে সকল মহিলা কবি তথা মা কবিদের মা দিবসে শত সহস্র শুভ্র রজনীর শুভেচ্ছা।