মাছির জন্য ফাঁদ পেতেছি আসবি যদি কাছে,
মায়ার জ্বালে বাঁধবো তোকে ঘুরবি পাছে পাছে।
তোর ছোঁয়া যে ভীষণ জ্বালা কে বুঝবে সে কথা?
এমন আদর দেব তোকে ভাঙ্গব মানব প্রথা
তোকে দেখলে সবাই যখন মারতে আসে তেড়ে,
তাড়ায় তোকে চড় থাপ্পর আর ঝাড়ু দিয়ে ঝেড়ে।
তোর স্বভাব তো এঁটাে ঘাটা বাসা বাঁধিস ময়লায়,
যতই আদর দিইনা তোকে স্বভাব নাহি বদলায়।
তোর জ্বালাতে মরছি আমি দিন রাত প্রতিক্ষণে,
তবুও তোকে বাসছি ভালো গড়তে শুদ্ধ জনে।
ভাগারেতে জন্ম নিয়ে ঘুরিস রাজার আসরে,
বুঝিস না ক্যান মানুষ তোকে চায়না কাছে সাদরে।
মাছির মতো আছে কত মানুষ আশে পাশে,
নিত্য জ্বালায় জ্বলছি যে ভাই ওদের সর্বনাশে।
কেমন করে আনব তারে আলোর পথে ভাবি,
আমি তো নই মহামানব কিংবা কোন নবি।
"পাপকে তোমরা ঘৃণা কর পাপিকে নয় ঘৃণা,
অবুঝ শিশু বুঝ পায় কি রে আদর সোহাগ বিনা?
এই কথাতে বিশ্বাস করে বাসছি তােকে ভালো,
মাছির মতো মানুষ তোরা দেখিস যদি আলো
প্রিয় কবি মুহম্মদ মনিরুজ্জামান আপনার অসাধারণ দক্ষতা ও হাতের নিঁপুন কারুকার্যে ব্যাখা বিশ্লেষণে আমার সাধারণ লেখা কবিতাটি আরো আকর্ষণীয় আরো সুন্দর আরো মাধূর্যমন্ডিত করে তুলেছেন যেন। তাই আপনার লেখাটি সম্পাদনা করে নিলাম এবং আমারটিও রাখলাম পাতায় আমার সুবিধার্থে। ধন্যবাদ।
মাছির জন্য ফাঁদ পেতেছি আসবি যদি কাছে,
আদর দিয়ে জড়িয়ে ধরব ঘুরবি না পাছে পাছে।
তোর ছোঁয়া যে ভীষণ জ্বালা কে বুঝবে সে কথা?
এমন আদর দেব যে তোকে ভাঙ্গব মানব প্রথা।
তোকে দেখলে সবাই নাকি তেড়ে আসে মারতে,
কখনো থাপ্পর, কখনো ঝাড়ু, কখনো বা করাতে।
যদিও মাছি তোর কর্ম দুর্গন্ধ ঘাঁটিস ময়লায়,
যতই আদর দিইনা তোকে স্বভাব তোর ময়লাই।
তোর জ্বালাতে মরছি আমি দিন রাতি প্রতিক্ষণ,
তবুও তোকে বাসছিভালো কাউকে করে নয় অনুকরণ।
তোর জন্ম পচাঁ গোবরে ঘুরিস রাজার আসরে,
তোর উপস্থিতি দেয়না সুখ বুজিসনা মানব সাদরে?
(নবীরা বলেন)
শত্রুকে ভালোবাস নিজের মত ঘৃনা নাহি কর,
শত্রু যত জঘণ্যই হোকনা তার জন্যই মর।
মাছির মতো শত্রু; আছেরে ভাই আসে পাশে,
প্রতহ্য জ্বালায় জ্বলছি যে ভাই ওদের সর্বনাশে।
কেমন করে ক্ষমিব ওদের আমি নয়তো মহামানবী,
অক্ষরে অক্ষরে পালন করিব বলেছেন যাহা মহানবী।