মাগো তুমি আসবে বলে আসনি ফিরে
হারিয়ে গেছ অনেক দুরে ৷
অজানা এই শহর জুড়ে
তোমায় খুঁজি ফিরে ফিরে
সবাই বলে তুমি নাকি মা ফাঁকি দিয়ে;
চলে গেছ অনেক দূরে।
তাই যদি না হয় সত্যি মাগো
কেন আস স্বপ্ন হয়ে?
হাসপাতালের করিডোরে;
কত যে কেঁদেছি মা করুন সুরে ৷
মনের ব্যাথা মনে লয়ে
চলছি পথ নিত্য ভয়ে ৷
মাগো; কেউ বা বলে আকাশ পানে
আছ তুমি তারা হয়ে,
কেউ বা বলে শিউলী বনে আছ তুমি
স্নিগ্ধ শোভা সৌরভ লয়ে।
কষ্ট নিয়ে আছি আমি
অশ্রু নয়ন জলে
ইচ্ছে হলেই ডাকি তোমায়
মা মা বলে।
ছবি হয়ে আছ তুমি
আমার বুকে নিত্য চুমি ৷
সত্যি কথা বলবে মাগো-
আমার ডাকে দেবে সাড়া
উজার করে বাসব ভালো
হয়ে আত্নহারা ৷