মা আমার প্রথম প্রেম
প্রথম ভালোবাসা,
মা ছাড়া এই দুনিয়ায়
নেইতো বাঁচার আশা।
মাগো তুমি বিশ্বভুবন
আদরের মহাখনী,
তোমার জন্যই জীবন পেয়েছি
তোমার কাছে ঋণী।
মাগো তোমার সোহাগ চুম্মন
ভুলায় মনের দুখ,
কষ্ট গুলো ঝরাপাতা
তুমি মানেই সুখ।
মাগো তুমি আশার প্রদীপ
জ্বালাও মনের কোণে,
শত ব্যথা দূরে ঠেলে
আনন্দ আন মনে।
মায়ের গর্ভে প্রাণ পেয়েছি
ধরণী দিয়েছে ঠাঁই,
যতদিন বাঁচবো ধরায়
তোমাকে যেন না হারাই।
সকলকে মা দিবসের বিশেষ শুভেচ্ছা।