মা তুমি জান এখন ডিজিটাল যুগ,
এখন আর আগের মত হয় না!
এখন পরিবারের ইচ্ছাতেই সব হয়।
যখন সন্তান গর্ভে আসে আলট্রাসনেগ্রাম করে
ওর জীবনের অস্তিত্ব নির্ধারন করা হয়।
জান মা ডাক্তারীও সংকেত আছে
g হলে নাকি girl আর b হলে boy..
মা তুমি জানতে কখনো এসবের মানে?
অথচ দেখ এই তুমি জানতে না বলেই
সাত ৭টা মেয়ের জন্ম দিতে হয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে।
মা আজ ডিজিটাল যুগ;সব কিছু আগে থেকে জানা যায়; স্ক্রিনে দেখা যায়।
মা তুমি জান না পৃথিবীটা কতটা আধুনিক। সভ্য যুগের প্রান্তি লগ্নে দাঁড়িয়ে।
মা তুমি জান না এই যুগেও একজন মা
বুকের ভেতর পাথর চেপে চোখের জলে ভাসে।
পরিবারের ভয়ে, স্বামীর ভয়ে দ্বিতীয় সন্তান কন্যা হওয়া যাবে না।
অথচ দেখ তারাও সন্তানকে ১০ মাস ১০দিন গর্ভে লালন করে।

মা আজ ডিজিটাল যুগ তুমি ওসব কিচ্ছু বুঝবে না।



ডিজিটাল যুগে দাঁড়িয়ে স্বর্গীয় মায়ের কাছে একটা চিঠি আজকের এই নারী দিবসে। মাকে জানাই অন্তরের অন্তস্থল হতে শ্রদ্ধা ও সম্মান।