রঙ্গ ভাব ভঙ্গ করলাম আজকের লিমেরিকে
১ মৃত্যু দূত!
মৃত্যু দূত বলল ডেকে কি করছ সখা?
ভোগ বিলাসে..মুছতে এলাম আয়ু রেখা।
আৎকে উঠল মন
একি! বললে এখন?
পৃথিবী সুখ ছেড়ে চলে যেতে হবে বোকা!!
২ সোনার চামচ!
সোনার চামচ মুখে এসেছিলে ধরায়,
সঙ্গ দোষে মন্দ লাভে নিজেকে না পুড়ায়।
অকাতরে বিলাও আলো,
জীবনে যাহা আছে ভালো
চিরকাল থাকবে বেঁচে লোকে স্মরিবে তোমায়।
৩ প্রবাল পাথর!
সমুদ্র গর্ভে প্রবাল পাথরে আছে জীবন
দুনিয়ার ক্ষীণ সুখে হও তারই মতন।
ভাল করমে কর সুখী
জগতে যত আছে দুখী।
প্রস্ফুটিত হবে তুমি গোলাপ ফুল যেমন।