১ স্বামী
স্বামী আমার মস্ত বড় ডাক্তার,
সর্বদা বেশী জানা ভাব তার।
কথায় আছে মধু,
প্রেম পাগল বধূ।
কখনো মেজাজী মন যখন ভার।
২ বাল্য বন্ধু
বাল্য বন্ধু রতন প্রেমে বেশ পটু
সব সুন্দরী তার চাই সাথে বল্টু
মেয়েরা দিল ধোলাই,
প্রাণ নিয়ে পলাই।
নাক ঢেকে মুচকী হাঁসে মোড়ল মটু।
৩ বাসন্তীর রান্না
বাসন্তীর রান্না আগের মতো কেউ খায় না,
রেষ্ট্রুরেন্টে গিয়ে দেখি সবাই খাচ্ছে চায়না।
পান্তা ভাতে বেগুন,
সেখানেও আগুন।
বঙ্গীয় খাবার মুখ রোচক আর হয় না।
এই লিমেরিক তিনটি লেখার সাহস হল আমাদের প্রিয় সম্মানিত কবি সহিদুল হকের আলোচনা পাতায় এ বিষয় আলোচনা পাঠে। এটাই আমার প্রথম লিমেরিক লেখা। তাই কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিতে চাই প্রিয় কবিকে এবং উনাকেই উৎসর্গ করলাম।
জানি না কতটুকু স্বার্থক হলাম এই শিক্ষায়। ভাল থাকুন সবাই।