# স্বামী (চিতায়) বিরহে নাই মন,
পর স্বামীতে দেখো করি কত না যতন।
# কতো ভালোবাসি তোমায়..
পদাঘাতে কেন করলে অসহায়?
# দেশ সেবায় দিলাম মন,
বিপদ এলেও করব প্রাণ অপর্ণ।
# আমায় পারলে যেতে ছেড়ে?
কত না প্রেমাহ্লাদ দেখাতে বুক চিড়ে?
# হৃদয় দ্বার থাক না খোলা,
আমার জন্য হোস না রে প্রেম পাগলা..
লান্দে লেখা আমার প্রথম প্রচেষ্টা। শিখলাম প্রিয় কবি রহমান মুজিব এর বিশদ আলোচনা পাঠে। তবে উনার অনুপ্রেরণাই আমি চেষ্টা করলাম। যদি হয় বা না হয় বলতে পারেন নির্দিধায়। লেখাটি প্রিয় কবিকেই উৎসর্গ করলাম।