লোকে বলে অমুক রাজার আমলে
তমুক রাজার রাজত্বে বাঘে মহিষে
এক ঘাটে জল খেয়েছে!!!


আজ তার প্রত্যক্ষ প্রমাণ
মেলে চোখে,বাণের জল যখন দ্রুত
ঘন অরণ্য বেয়ে তরতর
বেগে নামছিল...


তখন হরিণগুলো স্রোতের সাথে প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছিল
   বেঁচে থাকার তীব্র লড়ায়ে। কোথাও কোথাও বাঘও নাকি
জল সাঁতরে পার খুঁজে!!!তবে কেউ পানি পান করতে জল
       নামে নি। বিপদই তাদের জলে নামিয়েছে একসাথে।
            
                       আর কুমির জলে বসে দেয় হাত তালি।




কেরেলার তীব্র বন্যার একটি ভিডিও দেখছিলাম। সেখানে হরিণের বেঁচে থাকার তীব্র লড়াই দেখেছি পানির সাথে। আর মানুষের যুদ্ধ সেই কথা নাইবা বললাম..এই ভয়াবহ বন্যায় ৩৭৩ জনের অকাল মৃত্যু!!! বড়ই বেদনা দায়ক। তাদেরই চরণে আমার এ ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলী।