তোমারই মত একজনকে দেখলাম,
চমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তার
মোড়ে। হঠাৎ শৈতপ্রবাহের
মত কম্পন মন গহ্বরে।
ভাবছি মনে হাত বাড়িয়ে ডাকি
তোমায়; চোখ তুলে তাকাতেই কুয়াশা
ভেজা প্রকৃতি গিলে খায়
তোমার পথ চলা।
সত্যি কি তাই নাকি কেবলই
অবচেতন মনের কিছু চকচকে রঙ,
সেই তুমি যার মুর্তিমানব রূপ ছবি
দেখে ভাবা একটি কল্প মনের গল্প মাত্র..
নাহ্ তুমি আপন কেহ নও,
নও তুমি হৃদয় আরশিতে লেখা
আমার সুপ্ত মনের অংকিত ছবি।
হয়তো তুমি অন্য কারোর চোখের
কাজল, নয়নের মনি, হয়ত তোমারই
প্রত্যাশায় যার রাতদিন
কাটে হয় সোনালী ভোর।
নও তুমি পার্বতী
কল্প মনে আমিই দেবদাস।