মন আকাশে কালো মেঘ
হঠাৎ দেয় দেখা,
ফিকে হল রং ধনুটার
রঙ বেরঙের রেখা।
কুয়াশায় ঢেকে দিয়েছে
মনে মাখা আবির,
হতাশায় নীরব নিথর
সবই যেন স্থবির।
চিন্ত মনে কখনো চাঁদ
কখনো উঠে রবি,
কল্প মনে যে বসে রয়
আঁকি তারই ছবি।
জোৎস্না ভরা পূর্ণিমা যেন
উঠেছে গগন জুড়ে,
ব্যথিত মন ঝিনুকে মোড়া
কণ্ঠে সুর বেসুরে।