জানতে চাইলে তুমি কেমন আছি?

এইতো
বন্ধি ঘরে সন্ধি করে
আছি  মোরা বেশ
ভালোবাসা ও  একাত্মনে
কখনো আবার ক্লেশ।

কেমন চলছে করোনা কাল?

চিন দেশের করোনা
ঘুরছে সারা বিশ্ব,
পৃথিবী জুড়ে মারছে মানুষ
সব করছে নিঃস্ব।

নিজের কথা বল..

আমার কথা?

করোনাকে জয় করতে
আমি লকডাউনে,
জ্ঞানী বেগুণী মানুষ গুলি
জোড়ায় জোড়ায় টাউনে।

ও তাই।। তোমার দেশের আরও কোন খবর?

আমার দেশে আরও খবর শোন বলছি..

নুন আনতে পান্তা ফুরোয়
বুঝেনা কি করোনা,
আগে তো খাইয়া বাঁচি
তারপর না হয় মরোনা।

এ তো সাধারণ গরীব মানুষের অবস্থার কথা বলেছ এখন বল মধ্যবিত্ত মানুষদের কি অবস্থা?

চাল ডাল লবন তেল
সাথে মাছ নষ্ট,
দিন গুনী ঘরে বসে
আর কত কষ্ট?

অভাবের তাড়না
উঁকি মারে অন্দরে,
এই বুঝি রিলিফ জাহাজ
ঠেকবে কোন বন্দরে।

সত্যি বড়ই মর্মান্তিক আর দুঃখময় কথা। এবার বল বিত্তবানদের কথা..

বিত্তবানদের কথা কি বলব। ওনাদের কথা নাইবা শুনলে.. ঠিক আছে শুনতে চাইছো যখন তখন বলি..

বিত্তবানের চিত্তে সুখ
কাটছে ভালোদিন,
খায় দায় ঘুমায়
বাজায় বসে বীন।

ঘর ভরা সুখ তাদের
অভাব কি বুঝেনা,
সব কষ্ট অভাবীর
নিত্য খাবার রোজে না।

তুমিতো দারুণ ভালো লেখ। এবার তোমার একান্ত নিজের কথাগুলো একটু বলোতো শুনি...

তাই নাকি ভালো লিখি? ঠিক আছে শোন তাহলে আমার কথা..

আমি ভাই চুপচাপ
মুখে কথা নাই,
সারাদিন বইখাতা
রাত হলে ঘুমাই।

বন্ধি বন্ধি জীবনটা
আর লাগে না ভালো,
পুব আকাশে চোখটা রাখি
দেখব কখন আলো।

আহা বেশ মজা পেলাম। আজ আর নয়

ঠিক আছে ভালো থাকো
পরে হবে কথা।
কষ্ট হলে শেয়ার করো
তোমার মনের ব্যথা।

বাহঃ তুমিও যে কবি হলে..  হাহা
ঠিক আছে

যাই যাই বাই বাই
থেকো তুমিও বেশ
চলে এসো তারাতারি
করোনা হলে শেষ।