যদি কিছু কথা কবিতা হয়
লিখলাম...
অন্যের ভুলটা দেখার আগে
নিজেকেই দেখো শতবার।
যদি অন্যকে পরিচ্ছন্ন দেখতে চাও,
নিজেকেই আগে কর ধৌত।
তবেই হবে সব পরিচ্ছন্ন।
যদি কিছু কথা কবিতা হয়
লিখলাম...
নিজের পরাধীনতা চাপিয়ে দিও না অন্যের কাঁধে
যতটুকু ক্ষমতা আছে তোমার ঐ দুটি বাহুতে
নাও তুলে নিজ বলে।
যদি কবিতা হয় কিছু কথা
মনে রেখ তোমার তুলনা শুধুই তুমি
অন্যেরা করবে কেন তোমার গোলামী?