ফুল যদি হয়ে ফুটি গো মাঠে
রেখো না ছিড়ে নিজ পকেটে,
ছড়াব সৌরভ সবার মাঝে
সৌন্দর্যে ভরবে বিশ্ব সাজে।

             ২
যদি চাঁদ হই তোমার চোখে
ছুঁতে চেও না আঁধার রাতে,
নীলাভ আলোয় ভরবে গগন
আত্মহারায় হবে মগন।
হবে দূর গহীন কালো অাঁধার রাত
পূর্ণ আলোয় হবে প্রভাত।

               ৩
যদি রং ধনুতে সাজাই আকাশ
হতে পার মুগ্ধ তাতে..
সকাল কিংবা সন্ধ্যাতে।
ছড়িয়ে দিব বিশ্ব মাঝে সপ্ত বর্ণ রং
মনের কোণে লুকানো যত অজনা শত ঢং।
                
                 ৪
যদি পাখি হয়ে উড়ে বেড়াই ডালে ডালে
গুলতী হাতে এসো না কাছে,
জেনে রেখো ওর একটা প্রাণই আছে।
উদার মনে উড়িয়ে দিও পাখিটার ঐ ডানা মেলে
স্নিগ্ধাশীষে ভরবে হৃদয় আপন মনে দেখো তাকে কৌতূহলে।            
    

              ৫
যদি হরিনী চোখে মনটা কাড়ি
সোহাগ দিয়ে হৃদয়টা ভরি..
স্নেহের ডোরে রেখো যতনে,
পিছু নিয়ো না যেখানে সেখানে।
শিকারী সেজে তীর ধনুকে নিতে চেও না প্রাণটা কেড়ে
মুক্ত মাঠে মুগ্ধ চোখে দেখো তার ঐ চলন বলন বুকটা ভরে..