গোধূলী বেলায় ছায়া সুনিবির স্নিগ্ধতায়,
ঘন সবুজ অরণ্যালয়ে
দেখি হাজারও কবিতার ছড়াছড়ি।
কখনও দেখি নিরব মনে নিঃস্পলক
দৃষ্টি পাশা পাশি।
কখনও আবার মৌনতায় বাক্যালাপ
দেখি হাজারও কবিতার ছড়াছড়ি।
কখনও আবার সুদুর পাহাড়ে;
ঝর্না ধারার কোমল প্লাবন
অজানা সুরে বেজে উঠে সুরেলা বাঁশি।
দেখি হাজারও কবিতার ছড়াছড়ি।
কখনও আবার মেঘলা দিনে
কালো মেঘের ফাঁকে;
চুপি চুপি সূর্য হাসি।
দেখি হাজারও কবিতার ছড়াছড়ি
কখনও আবার আঁধার রাতে
পূর্ণিমালোয় ছন্দ ছড়ায়
জলন্ত জোনাকী,
দেখি হাজারও কবিতার ছড়াছড়ি।
কখনও আবার হেমন্ত দিনে
নীলান্ত আভায়;
শুভ্র মেঘের ভেলা
দেখি হাজারও কবিতার ছড়াছড়ি।