আজ কবি মনে কোন কাব্যিকতা নেই;
কলমটা পড়ে আছে টেবিলের এক কোণে।
খাতার পাতা গুলো এলোমেলো
উড়ছে; দক্ষিণা জানালাটা খোলা
হয়তো সেই বাতাসেই।
হঠাৎ উড়ন্ত পৃষ্ঠার ভাঁজ থেকে
টুপ করে একটি বিস্মৃত স্মৃতি
পড়ল সম্মুখ পানে-
কল্প মন মুহূর্তে ছুটে গেল ১০ বছর
আগে ঘটে যাওয়া স্মৃতি মৈথুনে..
আবৃত মলাটে মোড়ানো খোলস
চেতনায় উন্মুখ
এইতো সৃষ্টি
এইতো উন্মাদনা।
কবি মন চৈতন্য ফিরে পাওয়া।