ভালোবাসা যখন স্বর্গ ছোঁয়
তখন সরব পৃথিবী।
সমালোচনার পাহাড় দীর্ঘ
হতে হতে আকাশ স্পর্শ করে।
সমালোচনার স্রোত টি স্টল থেকে
শুরু করে ভিন দেশে পারি জমায়।
আবার যখন ভালোবাসা নরক
ছোঁয় তখন মর্তলোকে অগ্নুৎপাত লোকে
তুষের আগুনে বাতাস দেয় যেন
দাউ দাউ করে জ্বলে। কাঁটা ঘায়ে
দেয় নুনের স্বাদ আর তখন মৃত লাশের হাড় চুঁইয়ে
জলের ফোঁটা অনর্গল প্রবাহিত হয়।
কিছু সরল অনুভূতি..