যখন জন্ম নিলাম
তখন কিছুই বুঝিনি..
একটু একটু করে বেড়ে উঠছিলাম
আলো বায়ু আর সূর্যের প্রখরতায়
তখনও কিছুই বুঝিনি,
যখন বুঝলাম, মেলে দিলাম শাখা প্রশাখা
ঘুমন্ত চোখে দেখি ঝাপসা; বটবৃক্ষের শেকড়ে ধরেছে পচন
পাতার রস গিয়েছে শুকায়ে;
শীর্ণ শাখা মোচড়ে আসে বিশুদ্ধতার অভাবে..
নগ্ন কাণ্ড একা দাঁড়িয়ে--
পৃথিবী এই তোমার রূপ রহস্য?
পিছন পানে ফিরে দেখি
সময়ের গতি আসছে ফুরিয়ে..