যতবার আয়নাতে রেখেছি চোখ,
দেখিনি আমি আমার শ্রীমুখ...

কল্প মনে নিমগ্ন হয়ে তাকিয়ে দেখলাম তোমার শৈল্পিক কারুকার্যময় দৃষ্টি কতটা গভীরে ছুঁয়ে দেয় আমার অন্তরাত্মা...

তোমার নিস্প্রভ দৃষ্টি ক্ষত করে আমার চিত্ত চৈতন্য, আমার বিলাসী ভোর, তপ্ত দুপুর, আমার ভালোলাগার গোধূলি বিকেল..

আমার নীরব হৃদয়ের  অনিঃশেষ আকুতি চঞ্চল অনুভূতি এভাবেই ছুঁয়ে থাক নির্জনতার গভীরে...

হয়তো এভাবেই ভাবনার হাত ছুঁয়ে ছুঁয়ে হাঁটবো কৈলাসী প্রান্তর কিবা মরু জলাশয়ের বালুচর...

হয়তো আকাশের নীল হয়ে মেঘেদের মন ঘরে নিঃসঙ্গ ঈগলের ন্যায় ডানা মেলে উড়ব.. কখনো বা সমুদ্র সৈকতে আঁচড় কেটে যাবো আমি আমার একান্ত অনুভুমে...

যে তুমি কেবলই আমার কল্পনা থাকো এভাবেই অনন্তকাল...

কাব্য ক্রেডিট আমার অনুভূতি ও ছবি...