১
ওহে বৃক্ষ
কতটা প্রখরতায়
মেলবে তোমার ডানা
ঐ সুশোভিত সবুজাভায়..
কতটা জলে
ছড়াবে তোমার শিকড়
ঐ মৃত্তিকার অতলে..
২
ওহে অফুটন্ত কুঁড়ি
কতটা পরাগে প্রস্ফুটিত হবে
তোমার আদর মাখা পাঁপড়ি
কতটা সৌরভ
দেবে ছড়িয়ে ঐ বিলাসী
মোহন আদলে..
৩
ওহে মানব
কতটা রূপে তুমি হবে
মোহিত। মুগ্ধতায় তৃষিত
চিত্ত হবে প্রফুল্ল..
কতটা স্রোতে
ভাসাবে রণ তরী,
কতটা গভীরে
ফেলবে তব নোঙ্গর।