কি সুন্দর মেয়ে তুমি
কি সুন্দর মেয়ে,
তোমার রূপে মুগ্ধ আমি
দেখছো নাতো চেয়ে।
কপোলে ঐ কালো তিলক
লাগে মনে বেশ,
রোদ ঝলমল অরূপ রূপে
কৃষ্ণ কালো কেশ।
মুগ্ধ আমি তোমার চোখে
হারাই আমার চোখ,
দুঃখগুলো হারিয়ে ফেলে
পাই যেন গো সুখ।
তোমার দাঁতের চিরল হাসি
হাসায় আমার মন,
বিষ্ময়ী মন তাকিয়ে থাকি
কৌতূহলী ক্ষণ।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
ভাসি মেঘের দেশে,
চাঁদনী রাতে ঘোড়ায় চড়ে
ছুটি রাজার বেশে।
মনের গোপন কথাগুলো
শুনাই কানে কানে,
কত্ত রকম বাহানা কর
বুঝ না তার মানে।
ওরে আমার প্রাণ প্রেয়সী
চৈতি চাঁদের কণা,
সাপের মত মুখটি করে
ধরিস না তুই ফণা।