যখন তুমি নূড়ি কুড়াও অন্যকে ছুড়বে বলে,
মনে রেখো তোমার জন্য আসছে ধেয়ে পাথরের ঝড়।
যখন তুমি পাথর কুড়াও অন্যকে ছুড়বে বলে,
মনে রেখো তোমার জন্য অপেক্ষা করছে পাথরের পাহাড়।
তাই এসো অন্যকে কিছু ছোড়বার আগে সাত গুন সত্তরবার
সেই বিষয়টা নিয়ে ভাবি যা আসছে... ...
তা সইবার ক্ষমতা আছে কি আমার???