আমার কবিতাটি একটি দুষ্টু মিষ্টি প্রেমের ছড়া কবি
প্রেমের কণা হুমরি খেয়ে
পড়লো আমার গায়,
তাকে আমি যতন করে
রাখি হৃদয়টায়।
অসময়ে প্রেমটা আমায়
করে জ্বালাতন ,
স্বর্গের সুখ চায় রচিতে
করতে চায় আপন।
আমি তাকে বলছি ডেকে
চুপটি করে থাকো,
যখন তখন হৃদয়টাকে
ক্ষত করো নাকো ।
কাঠঠোকরায় প্রেমটা আমার
নিজের করে চায়,
আমি তারে সুযোগ বুঝে
করবো যে বিদায় ।
সময় বুঝে প্রেমটা আমায়
ঢুকলো হৃদয় জুড়ে,
ভাবছি আমি তাকে নিয়ে
তাজ (মহল) দেখব ঘুরে ।
প্রেমের সাথে মনটা আমার
কত্তো সুখে রয় ,
কানে কানে চুপিসারে
হাসির কথা কয় ।
প্রেমের বাতাস চারিদিকে
বাকুম বাকুম করে ,
লকডাউনে ঘরে বসে
কাঁপছি প্রেমের জ্বরে।