অতি বৃষ্টিতে..

কারাে পৌষ মাস কারো সর্বনাশ
তুমুল বৃষ্টিতে জমেছে জল,
ভরেছে পুকুর নদী ক্ষেতখামার
নয়ত ডোবা নালা করে অতল।

কচি কলাপতা হলদে রাঙা ব্যাঙেরা
মেতেছে মিলন সুখের খেলায়,
পাকা ধানে বৃষ্টি মই দিয়ে গেল
কৃষকের হাত উঠে মাথায়।

বৃষ্টি জলে কাটছে সাঁতার
প্রাণ চঞ্চল হাঁস,
হত দরিদ্র কুলসুমের মা'র কুড়ে ঘর
ভেঙ্গে হল সর্বনাশ।

অতি বৃষ্টি ঝড়ে আকাশ কেঁপে
গর্জে উঠে বিদ্যুতের ঝলক,
প্রাণ ভয়ে লোক শত আতকে উঠে
পারে না ফেলতে চোখের পলক।

অতি বৃষ্টি জলে পাহাড় গলে
জন্ম নেয় নতুন পাহাড়,
সমুদ্র জলে বিপদ সংকেত
জেলেদের ঘরে নেই আহার।

এমন অঝোড়ে বৃষ্টি ধারায়
মন ভেঙ্গেছে কবির,
পড়ন্ত বিকেলে পশ্চিমাকাশ
মেখেছে অপূর্ব রঙ এর আবির।