যার আছে ভুরি ভুরি
তার চাই আরও কয়েক শত কুড়ি।
যার নাই সেই করে হায় হায়
দিন আনে দিন খায়।
যার আছে ভুরি ভুরি
সেই করে অযাচিত চুরি।
লোক লজ্জা নাই ভয়,
কেবলই করিছে নিজের ক্ষয়।
যার নাই সেই করে হায় হায়
ভিতরে সে দুমরে মোচরে যায়,
বাহিরে সে চলে নানা বাহানায়
বিধাতার সৃষ্ট দিন যাক না যেমন যায়।
যার আছে ভুরি ভুরি
মান সম্মান থেকে দূরে সরি
টাকার কুমির হয় সেযে জগৎ সংসারে,
জীবন ভান্ডারে নেই কোন সৎ পুঁজি চলছে পথ অন্ধকারে।
যার নাই সেই করে হায় হায়
সাদা ভাতে তেল নুন কমে নিজেকে সামলায়।
কখনও আবার বাস টেক্সি রেখে হাঁটে পায়
লঞ্চ স্টিমার ভুলে চলে বাঁশের ভেঁলায়।
আমি ভাবি দূরে বসে
বিধাতার এই আবাসে অবসান হবে কি শেষে?
অসমতার জোয়াল কেন এই জীবন সংসারে,
গিয়েছে ভরে পাপ অনাচারে?
হবে কবে সেথা দূর
কবে দেখিব নতুন ভোর?
দূরিবে সকল কষ্ট ভোগ
মানব জীবন স্বার্থক হবে করবে সবাই সম সুখ।