১
যতবার কাঁচের
জানালায় রাখি হাত,
আমার শান্ত মন তরঙ্গে
ঢেউ তুলে অশান্ত
জলপ্রপাত।
তূমি হীনা এই আমি
কাটাই নির্ঘুম রাত।
চেয়ে থাকি অদূরে
নির্বাক বিবস্ত্র দৃষ্টিপাত।
২
উপহার দিলে হীরার তাজ
পরল সেথায় হঠাৎ বাজ
ভাঙল তখন মনের লাজ
ছিলনা হীরা ছিল কাঁচের সাজ।