২০১৮ এর শেষ লগ্নে দাড়িয়ে
হিসেব করি পাওয়া না পাওয়ার,
২০১৯ এর প্রথম সেকেন্ডে পা বাড়িয়ে
করি প্রত্যাশা নতুনের..


ফুটল কুঁড়ি ছড়িয়ে সুভাস
টু থাউজেন্ট নাইনটিন,
প্রজ্জ্বলিত হব মোরা
রইব অমলীন।


আর নয় হিংসা বিদ্ধেষ
বন্ধুকে ছুঁড়ে কাদা,
যাক খুলে বন্ধ কপাট
না থাক শত বাঁধা।


ভালোবাসা আর প্রেমালিঙ্গনে
হই সবাই একাকার,
স্বাধীন দেশে নয় পরাধীনতা
বাঁচি নিয়ে সমধিকার।


প্রিয় আমার বন্ধুরা সব
মুছে নাও সব ভুল,
নতুন দিনে নতুন আলোয়
ফুটুক হৃদে ফুল।


নতুন বছরে সকল প্রিয় কবি বন্ধুদের জানাই শিশির ভেজা লাল গোলাপের শুভেচ্ছা।