জ্ঞান বুদ্ধি বিবেক লাভে
করো না তুমি তুচ্ছ,
অসাড়তায় ভুগবে তুমি
পাবে না জীবনে কিচ্ছু।


পাপের পথ আমোদ প্রমোদ
করো সব বর্জন,
ন্যায় পথে চালাও জীবন
কর সৎ উপার্জন।


বাবার শিক্ষা মাথায় রাখ
মায়ের শিক্ষা গলায়,
জীবন তোমার হবে সুখের
যাবে না গোল্লায়।