পরের ঘরে করি বাস
যতই করি যতন,
পান থেকে চুন খসলেই
শুনতে হয় বচন।

          ২
প্রবল বাণে স্রোতের টানে
ভাঙ্গে নদীর পার,
দরিদ্র কৃষক দুঃখে কাতর
হয়েছে মন অসার।

           ৩
আশার প্রদীপ জ্বালিয়ে স্ত্রী
করে তপস্য মন,
আসবার কথা দিয়েও স্বামী
ভবঘুর হয় যখন।

            ৪
প্রাণ দিয়ে বাঁচিয়ে ছিল
একমাত্র ছেলের জান,
সেই ছেলে বড় হয়ে
রাখেনি মায়ের মান।

           ৫
হাজার মনে হাজার স্বপ্ন
দেখে যায় প্রতিদিন,
স্বপ্ন দেখায় দোষ নেইকো
হোকনা মন রঙিন।