১
সারা দেশে নির্বাচন
চলছে নানা প্রহসন
কেউ কিনছে টাকায় ভোট
কেউ বা দেখায় বুলেটের চোট
সবাই চায় জিতবে দল
ঢালবে যত গাঁয়ের বল।
২
নির্বাচন এলেই দেশে
সহজ সরল মানুষ কাঁদে
নেতারা সব বসে গদি
চেলা বেলারা পরে ফাঁদে।
এমন দেশে কই শান্তি?
কথায় কাজে ভুল ভ্রান্তি।
৩
সবাই চায় গণতন্ত্র
ফকির বসে পড়ে মন্ত্র
তারাও চায় সঠিক ভোট
না হোক কোথা অশান্তি ও লুট।
দলে দলে মহাজোট
বিরুধী দল ঐক্যফ্রন্ট।