কেন এমন ভাবছ বসে
চলছে জীবন রুদ্ধ শ্বাসে,
           আসল নকল হিসেব কিসে
           কাল নাগিনীর দন্তে বিষে।


             ২
অতল সমুদ্রে প্রবাল পাথর
জীবন্ত দেহ নিমিষেই নিথর

           অমূল্য জীবন মুহূর্তেই শেষ
           পড়ে থাকে শুধুই দেহাবশেষ।


             ৩
নেই জীবনে সুখ শান্তি
পদে পদে ভুল ভ্রান্তি,
                 কেউ চায় না মন অশান্তি
                যাচ্ঞা সবার একই প্রশান্তি।


               ৪
       চলছে দেশে বিদ্রোহ মিছিল
       সবাই চায় সমাজ সুশীল।
সবার চাওয়া হোক তা স্নিগ্ধ সাবলীল,
আসল বিষয়ে নেই চেতনা অবশেষে সবই শিথিল।


বাছাইকৃত কবিতা