প্রফুল্ল মনা মনটা আমার
প্রভুতেই শুধু ভক্ত,
জগৎ জুড়ে মন্দ বাসনা
চাই না হতে আসক্ত।

দিয়েছি ঢেলে প্রভুর চরণে
আমার এ দেহ মন,
শুদ্ধ প্রেমে ভরবে মন
গড়ব নিখুঁত জীবন।


প্রবাল পাথরে সৌন্দর্য দেখ
অতল জলের তলে,
তারাই করিবে উপভোগ তার
অনিসন্ধিৎসু মন হলে।


সাগর সেঁচে ঝিনুক কুড়াও
পাবে মুক্তো দানা,
পরের তরে জীবন বিলাও
করবে না কেউ মানা।


পুষ্প হয়ে সুবাস ছড়াও
সবার জীবন তরে,
অপূর্ব সুবাস ছড়িয়ে যাবে
মানব কানন জুড়ে।