১
সুবুদ্ধি তোমায় বলবে না তো
আমায় কাছে টান,
কুবুদ্ধি যেন সদাই বলে
আমায় তুমি মান।
২
খারাপ নেশায় বিলিয়ে দিও না
তোমার তনু মন,
জীবন যৌবন ধ্বংস হবে
ফুরাবে সব ধন।
৩
সুস্থ দেহ পেতে চাইলে
কর শরীরচর্চা,
মন্দ লোকের সঙ্গ লাভে
করো না পরচর্চা।