মন্দ গন্ধ ছড়ায় দ্রুত
বাতাস করে দোষী,
সু বাতাসে মনটা ভরে
সুস্থ রাখে পেশী।


চরিত্রে যদি লাগে কালি
যায়না মুছা আর,
সারা জীবন কুঠারাঘাত
পুড়ে ছারখার।


মানব সেবায় দাও বিলিয়ে
শুদ্ধ করো মন,
পরকালে পূর্ণ থাকবে
গড়বে মহা ধন।