১ প্রজাপতি
রঙ্গিলা প্রজাপতি
তুমি বড় রূপবতী,
একটুকুন দাও না ঐ রূপ
আমিও হতে চাই তোমার স্বরূপ।
২ জোনাকী
রাত জাগা জোনাকী
তুমি নও ভীতু কী?
আঁধারে জ্বালাও আলো
নিশি পথিক দেখে ভালো।
৩ মৌমাছি
অধ্যবসায়ী মৌমাছি
তোমার দানে বেশ আছি
ঘুরে ঘুরে ফুলে ফুলে
খাঁটি মধু আন তুলে।
৪ পিঁপিলিকা
জ্ঞানী গুনী পিঁপিলিকা
খাবার সংগ্রহে বানাও অট্টালিকা
সারা বছর কর হাড় খাটুনী পরিশ্রম
শীত এলে নাও অবারিত বিশ্রাম।
৫ ঘাস ফড়িং
সুন্দরী ঘাস ফড়িং
তোমার রূপে কেউ হয় না বোরিং,
সবুজ লতা গুল্মে তোমার বসবাস
দিনে দিনে যাচ্ছে মুছে চির সবুজ নতুন ঘাস।