ঐ শোন দিকে দিকে
বাজিছে ধ্বনী,
হই চৈ চারিধার
সেই সুখ বাণী।
উদিত হল একটি
উজ্বল তারা,
চলে এসো দুস্থ
লক্ষ্য ভ্রষ্ট যারা।
জন্ম নিল বিশ্ব শিশু
তিনিই মোদের যীশু।
তিনিই মোদের ত্রাতা
এসো ভগ্নি ভ্রাতা
নমশ্য তাঁরে।
তাঁরই চরণে হই সমর্পিত
যিনি ছিলেন যিনি আছেন
তিনিই আসছেন।
তিনি সম্মানিত মহিমান্বিত
যুগে যুগে সর্বকালে।
সকল কবি বন্ধুদের জানাই বড়দিনের শুভেচ্ছা।