কান পেতে শোন
নবীদের কণ্ঠে বাজে একটি সুর ধ্বনী..
একজন নাজাত দাতা জন্মেছেন ঐ বেথলেহেম নগরে,
একটি উজ্জ্বল তারা হল উদিত; ধরনী হল আলোকিত
জন্ম নিল একটি শিশু
তাঁর নাম "ইম্মানূয়েল" এই নামের অর্থ হল
"আমাদের সঙ্গে ঈশ্বর।"এসো সবে মূল্যবান উপহারে ভরি তাঁরই চরণ।
সকলের প্রতি রইল শুভ বড়দিনের সহস্র শুভেচ্ছা।