হে মহান আবার এসো গো ধরায়,
দাও একতা শান্তি ও আনন্দ ভরায়।
দাও তব প্রেম
ঢেলে প্রতিটি মানব অন্তরে
কর দ্বীপ্ত ও প্রজ্জ্বলিত, জীবন জুড়ে।
দাও করে ক্ষমা;
মানবের অন্ধতা ও নোংরামি
হও তুমি সবাকার অন্তর্যামী।
তোমার মত আর কেউ নাই
তুমিই তো একমাত্র ক্ষমার অবতার,
ক্রশকাষ্টে কত যন্ত্রণার মাঝেও
দেখালে নিদর্শন শতবার।
তুমিই তো স্বয়ং ঈশ্বর ছিলে
মৃত্যুকে করিলে জয়,
যারাই তোমার অনুগামী হে মহান
করে না তারাও মুত্যু ভয়।
আজও তোমায় করি স্মরণ
তুমিই সঠিক পথ ও পুনরুত্থান
যুগে যুগে এটাই সত্য
যাবে নাকো কভু বদলান।
আসরের সকল প্রিয় কবিদের জানাই আসন্ন শুভ পুনরুথানের/ইষ্টারের রক্তিম শুভেচ্ছা।