যদি তুমি মানুষ হও
ছাড়ো তোমার অমানুষ্যত্ব
হও মানবিক।
ছাড়ো নর হত্যা ধর্ষন,
ছাড়ো তোমার পশুত্ব
হও আধ্যাত্মিক।
সময় এখন শুধরে নেবার।
আর নয় কুপথ, মাতলামি
সঠতা ও ভণ্ডামি..
আর নয় অন্ধকারের মোড়ে
নিজেকে সঁপে দেয়া,
মন্দ নেশায় বিবেক বুদ্ধির
বিসর্জন দেয়া।
আর নয় কুমন্ত্রণা,
কালোকে সাদা করা,
অসার বিবেকের
জয়গান করা।
আর নয় লোভ লালসা,
অধিক মুনাফা লাভের
কু আাশা
আর নয় দুর্বলের রক্ত সুষা
আবদ্ধ কপাটে নষ্ট প্রতাপের বাহাদুরি
অমূল্য রক্ত ছুড়াছুরি।
ছাড়ো তোমার নষ্টামী
প্রতারণা রাহাজানি।
এক্ষনি সময় শুধরে নেবার।
চোখ তুলে দেখ
মৃত্যু দূতের অট্টহাসি।
আনছে ডেকে কালবৈশাখী,
সুনামি ঝড় আসছে
ধেয়ে হয়ে সর্বনাশী।