যদি কিছু কথা কবিতা হয়
আমি লিখলাম...  
শান্ত হও, হও ধীর
সময়ই তোমাকে উচুতে তুলবে।

যদি ঘর তৈরী করো..
শক্ত পোক্ত পাথরের উপরই ভিত্তি স্থাপন করো।    
টলবে না দমকা বাতাসে।
মোচরে যাবে না প্রবল ঝড়ে।

যদি কিছু কথা কবিতা হয়
লিখলাম...
লোভের আত্মা সংবরন করো সময় থাকতে,
নইলে লজ্জিত হবে সবার সম্মুখে।
নিজের স্বার্থে তিলে তিলে গেঁথে তোলা ন্যায়ের প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিয়ো না নিমিষেই।  

যদি কবিতা হয় কিছু কথা...
মনে রেখো বালির পাহাড় যতই
উঁচু হোক ধ্বংস স্তুপ অচিরেই দেখবে।