যদি এমন হতো
দুঃখ গুলি ভেসে
যেতো সুনামী
ঢেউয়ের মতো।
যদি এমন হতো
ক্ষত গুলি শুকিয়ে
যেতো তপ্ত রবির ক্ষিপ্ত তাপে
শুকনো কাঠের মতো।
যদি এমন হতো
অশ্রু গুলি
ঝরে পড়ত
শ্রাবণ ঢলের মতো।
যদি এমন হতো
হতাশা গুলি উড়ে গিয়ে
জমতো কালো
পাহাড় মতো।
যদি এমন হতো
বেদনা গুলি বাস্প হয়ে
মিশে যেতো নীল আকাশের
সাদা মেঘের মতো।