যদি বল ভালবাস,
করো না কার্পণ্য দিতে সবটুকু
দাও উজার করে হৃদয় খুলে
না থাকুক ভণ্ডামী শঠতা ও মিথ্যা।
যদি বল ভালবাস,
তবে হও দূর্গম পথের সাথী
সুদিনে নয় দুর্দিনে ভাগ করে নাও
দুঃখ ব্যথা আনন্দটুকু থাকো পাশাপাশি।
যদি বল ভালবাস,
করো না অসম্মান,ঘৃণা তাচ্ছিল্য
ঠেলে দিও নাকাে দূরে।
নাও কাছে টানি হৃদয় কোঠরে।
যদি বল ভালবাস,
তবে বেসে যাও অনন্ত অনন্তকাল জুড়ে,
করো নাকো পরিমাপ,চাইয়ো না প্রতিদান কভু।
যদি বল ভালবাস,
চেয়ো না কখনো ভাইয়ের অমঙ্গল
যতটা পার, করে যাও মঙ্গল,বিনয়ে ও প্রেমে।
যদি বল ভালবাস,
প্রতিশোধী মন তোমার পারে না হতে,
করে যাও মার্জনা শত থেকে শত।
যদি বল ভালবাস,
ধৈর্য ধর, হও সহনশীল ক্ষত যে যাবে মুছে
থাকো সোহাগে আদরে পাশে পাশে।
যদি বল ভালবাস,
হেরে যেও না মন্দের কাছে,ভালটুকু দিয়ে করো
জয় মন্দটাকে।পাবে প্রশান্তি মনে রবে প্রেমালিঙ্গনে।
যদি বল ভালবাস,
কাঁদ এক সাথে ব্যথা ভুলে, যাও
দূরত্ব ভুলে রাখো তারে হৃদয়াসনে।
যদি বল ভালবাস,
চলো করি প্রেম পরস্পরকে, অনাথ অসহায়
নিষ্পেষিত মানবেরে। পিতা মাতা গুরুজনে।