যখন তুমি নিরব মনে ভাববে বসে আমার কথা;
করবে শোক ভাঙ্গবে বুক বুঝবে কত মর্ম ব্যথা।
একলা বসে পথের পাশে করবে চারণ আমার স্মৃতি,
আমার তোমার সম্পর্কে ছিলনা তিক্ততা ছিল ভালবাসা ও প্রীতি।
জীবন মানে তিক্ত মিষ্ট মান অভিমান প্রেম বিরহ;
তুমি সেটা বুঝলে নাতো করলে জীবন কেবলই দুর্বিসহ।
আমার দুঃখে ভুগে ভুগে যখন তুমি হবে কাতর,
অশ্রু হয়ে ঝড়বে জল নরম হবে মন পাথর।
আমি যখন দুলব দোলায় শুণ্য রথে আকাশ পানে
হয়তো তুমি খুঁজে পাবে কঠিন তরল জীবন মানে।
এ জীবনে হয়তো কখনও দেখা হবে না তোমার সনে'
প্রেমের কাব্য লিখে গেলাম পড়ো একবার পরলে মনে।
±++++++++++★★★+++++++++++
আসরের প্রিয় কবি খলিলুর রহমানের লেখাটি অপূর্ব লাগল তাই একই সাথে সংযুক্ত করে রাখলাম।
যখন তুমি নিরব মনে ভাববে বসে আমার কথা;
শোকে তখন ভাঙবে ও বুক, বুঝবে তখন মর্ম ব্যথা।
একলা বসে পথের পাশে করবে চারণ আমার স্মৃতি,
আমার তোমার সম্পর্কতে ছিলও ভালবাসা-প্রীতি।
জীবন মানে তিক্ত মিষ্ট মান অভিমান প্রেম বিরহ;
বুঝলে না তা, করলে সেটা অকারণেই দুর্বিসহ।
আমার দুঃখে ভুগে ভুগে যখন তুমি হবে কাতর,
অশ্রু ভিজে নিভবে আগুন, নরম হবে মনের পাথর।
আমি যখন দুলব দোলায় শুণ্য রথে আকাশ পানে
হয়তো তুমি খুঁজে পাবে কঠিন-তরল-জীবন-মানে।
এ জীবনে হয়তো দেখা আর হবে না তোমার সনে'
প্রেমের কাব্য লিখে গেলাম, পড়বে যখন আসবো মনে।
আমার পরিবর্তন পছন্দ হলে কবিতাটি সম্পাদনা করার অনুরোধ রইল, এবং পরিবর্তিত কবিতাটি পড়ার আশায় থাকলাম।