খুঁত খুঁতে মন যার
সন্দেহে ভরা,
শত যুক্তির কাছে
থাকে সে অ ধরা।


ভাল মন যার আছে
সেই ভাল মানুষ,
সুপথ ছেড়ে কুপথে চলে
সেই অমানুষ।


সততা ন্যায় নিষ্ঠা যার
আছে অজানা,
পদে পদে দলিত
পায় সে বঞ্চনা।


গরীব হয়ে জন্ম নেয়া
দোষের কিছু নয়,
একই রূপে মৃত্যু বরণ
সেটাই দোষের হয়।


ছোট জীবনে বড় কাজ
কর তুমি বেশ,
ধন দৌলত যা চাও তুমি
থাকবে অশেষ।


হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে
প্রতিবেশীকে ভালবাস,
মিলে মিশে এক সাথে
প্রাণ খুলে হাস।