১
অন্যের চোখে কুটা দেখ
নিজের চোখটা ভাল,
শত আলোর মাঝেও তুমি
দেখছ সবই কালো।
২
কাঁটা দিয়ে কাঁটা তোলা
সবাই তো পারে তা-
ভাল দিয়ে মন্দকে জয়
কয় জনে করে তা?
৩
গোলাপ ফুল গাছেই সুন্দর
ছিড়তে গেলেই কাঁটা,
রূপ ললনা প্রেম পিয়াসী
ছুঁতে গেলেই ঝাঁটা।
৪
এক জীবনে একটাই মন
না হোক তার ভাগ,
প্রেম পিরিতের ছলাকলায়
হইয়ো না হতবাক।
৫
দুই দিনের এই যাত্রা পথে
কেন এত অহংকার,
মরে গেলে পরে থাকবে
যাবে না কিছুই সাথে তার।