জীবনে...

অকর্ম হোক একবার,
সৎ কর্ম হোক শত শত বার

অনুতপ্ত নয় বার বার,
অধ্যবসায়ী হও শত কোটি বার।

ভুল না হয় হোক কয়েকবার,
কিন্তু নির্ভুল হোক বারংবার।


জীবনে ...

দিয়ে যাও অন্যকে পারো যতো,
পাওয়ার বেলায় গুনবে না কত কত??

প্রশংসা করো অন্যকে উদার চিত্তে পারো যতো,
ধন্যবাদ নাই বা মিলুক, হইয়ো না তাতে ভগ্ন বা হত।

ভালোবাস অন্যকে সব দিয়ে, করে ত্যাগ স্বার্থ,
পাওয়ার আশা নাই বা থাকল জীবন বিলাও পরার্থ।