সকালের স্বর্ণালীর রুদ্রের মতই
উজ্জ্বল প্রদীপ্ত মানব জীবন যখন
ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভ থেকে।
জীবনের প্রয়োজনেই তিক্ত তাপ
দাহে হতে হয় জলাঞ্জলি।
সময়ের অলিতে-গলিতে
নিস্তেজ হতে হয় সর্বস্ব।
রূপ জৌলুস পুড়ে পুড়ে হয় ছাই ।
বাতাসের সীমাহীন গতিতে
মিশে যায় ভস্ম কণা।
তারপর হেলে নেতিয়ে পড়ে
স্বর্ণলতার ক্ষণস্থায়ী অস্তিত্ব ।
অবশেষে সিন্ধু নদের অববাহিকায়
বালুচরের নিশানা গড়ে অনায়াসে।